Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন মাধ্যমিক সত্মরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের মাসিক উপস্থিতিতে বেতন প্রদানের পূর্বে প্রতিস্বাক্ষর করা হয়।

 শিক্ষাপ্রতিষ্ঠানে কোন অভিযোগ পাওয়া গেলে বাদী ও বিবাদীকে নোটিশ প্রদান করে সরেজমিনে তদমত্ম করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষর নিকট তদমত্ম প্রতিবেদন দাখিল করা হয়।

উর্দ্ধতন কর্তৃপক্ষবা যে কোন বিভাগ থেকে যে কোন প্রয়োজনীয় তথ্য চাওয়া হলে পত্র বা তথ্যের চাহিদা মোতাবেক সংশিস্নষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পত্র জারি করে তথ্য সংগ্রহ করে পূণঃরায় সংশিস্নষ্ট বিভাগে বা কর্তৃপক্ষর নিকট তথ্য প্রেরণ করা হয়।

প্রতি মাসে চক্রাকারে উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার ও সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসারগণ মাধ্যমিক সত্মরের শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ‘‘ ছক ’’ অনুসারে পরিদর্শন পূর্বক জেলা শিক্ষাঅফিস, চাঁদপুর এর নিকট পরিদর্শন প্রতিবেদন দাখিল করা হয়।

কোন শিক্ষক কর্মচারির দায়িতব পালনে অবহেলা কিংবা একাডেমিক কার্যক্রমে ত্রম্নটি পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রদানের সহায়তায় কৈফিয়ত তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

যে কোন পাবলিক পরীক্ষায় সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষাপরিচালনায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে দায়িতব পালন করা হয়।

জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং প্রতিষ্ঠানে গভর্ণিং বডির নির্বাচন , ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের দায়িতব পালন করা হয়।

নির্ধারিত ইউনিয়নে ‘‘ ট্যাগ ’’ অফিসারের দায়িতব পালন করা হয়।

এ ছাড়া নিজ অফিসের দৈনন্দিন  ও বিভাগীয় প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করা হয়।

উপবৃত্তি ও টিউশন ফি ঃ মাধ্যমিক সত্মর, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী সত্মরের যোগ্য ও নির্ধারিত গরীব  শিক্ষার্থীর মাঝে সংশিস্নষ্ট অগ্রণী ব্যাংকের মাধ্যমে নির্ধারিত হারে উপবৃত্তির টাকা দেয়া হয় এবং শিক্ষার্থীর পরিবর্তে প্রতিষ্ঠানকে নির্ধারিত হারে টিউশন ফি দেয়া হয়।

ল্যাট্রিন ও টিউবওয়েলঃ  যে সকল মাধ্যমিক সত্মরের প্রতিষ্ঠানে  ল্যাট্রিন ও টিউবওয়েল নাই সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সেকায়েপ প্রকল্পের মাধ্যমে ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন করা হয়।

পাঠ অভ্যাস উন্নয়ন কর্মসূচিঃ  সেকায়েপ প্রকল্পের অমত্মর্ভূক্ত মাধ্যমিক সত্মরের ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের পাশাপাশি অতিরিক্ত  ও সাধারণ জ্ঞান বৃদ্ধি করার জন্য ছাত্র-ছাত্রীদের বিশব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে বই বিতরণ করা হয়।

ছাত্র-ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসনীয় ফলাফলের জন্য সেকায়েপ প্রকল্পের মাধ্যমে নির্ধারিত হারে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শক্তিশালীকরণঃ  শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শক্তিশালীকরণের জন্য আই.এম.সি ও পি.টি.এ সদস্যদেরকে সেকায়েপ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শিক্ষক প্রশিক্ষণঃ  শিক্ষকদের দÿতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিনামূল্যের বই বিতরণ ঃ  সরকারী ভাবে  ২০১০ সন হতে মাদ্রসায়  এবতেদায়ী ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি এবং মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যমত্ম এন.সি.টি.বি কর্তৃক বিনামূল্যের বই সকল ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে  বিতরণ করা হয়।