সর্ব প্রথমে ১৯৯৩ সাল থেকে পর্যায়ক্রমে ৪টি উপবৃত্তি প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনার জন্য প্রকল্প কার্যালয় স্থাপিত হয় । পরবর্তীতে এই উপজেলা প্রকল্প কার্যালয় এবং এর জনবল রাজস্ব খাতে স্থান্তারিত হয়। তখন থেকে এই দপ্তরের নামকরণ করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বাংলাদেশের সকল উপজেলায় একটি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে। কিন্তু এখনও বৃহ্ত্তম চারটি মহানগরীতে মাধ্যমিক শিক্ষা অফিস স্থাপিত হয় নাই ।
জনবল কাঠামো
· উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-
· হিসাব রক্ষক
· অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর/
· অফিস সহায়ক
* গার্ড-
দপ্তর প্রধান এর পদবী
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
কার্যক্রম
উপবৃত্তি বিতরণ , বই বিতরণ, শিক্ষার গুনগত মান সংরক্ষণ ও উন্নয়ন, একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শন, শিক্ষক প্রশিক্ষণ, তথ্য হালনাগাদ করণ, শিক্ষক/কর্মচারী নিয়োগ, বিভিন্ন জরিপ/শুমারী , তদন্ত, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত, সহশিক্ষাক্রমিক কার্যক্রম , ইভ টিজিং । তাহা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত দ্বায়িত্ব সূচারু রূপে সম্পাদন করতে হয় ।
আওতাধীন
উপজেলায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস